বাড়িতে চুল সোজা করবেন কীভাবে

অনেকেই কোচড়া চুল পছন্দ করে না। এ কারণে আজকাল অনেকেই পার্লারে গিয়ে কেরাটিন, স্মুদনিং, স্ট্রেটনিং করিয়ে আসেন। এ

অনেকেই কোচড়া চুল পছন্দ করে না। এ কারণে আজকাল অনেকেই পার্লারে গিয়ে কেরাটিন, স্মুদনিং, স্ট্রেটনিং করিয়ে আসেন। এতে সাময়িকভাবে চুল দেখতে ভাল লাগলেও এগুলি করতে যে ক্রিম ব্যবহার হয়, সেগুলিতে বিভিন্ন রাসায়নিক উপাদান থাকে। যা চুলের জন্য অত্যন্ত ক্ষতিকর। পার্লারে না গিয়ে, কোনও যন্ত্রপাতির ব্যবহার ছাড়াই ঘরোয়া উপায়েও চুল সোজা করা যায়।

বাড়িতে চুল সোজা করবেন যেভাবে-

পাকা কলা ও টক দই : টক দই খুশকি দূর করতে সাহায্য করে আর পাকা কলা চুল নরম করে। ব্লেন্ডারে পাকা কলা এবং দু’চামচ টক দই নিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এই মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে ঘণ্টা খানেক রেখে দিন। মিশ্রণটি শুকিয়ে এলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে দু’দিন এটি ব্যবহার করুন।  এতে চুল মসৃণ ও সোজা হবে।

ডিম ও অলিভ অয়েল : ডিম এবং অলিভ অয়েল দুই-ই চুলের পুষ্টি জোগায়। দু’টি ডিমের কুসুম ও অলিভ অয়েল ভাল করে ফেটিয়ে নিন। এ বার এই মিশ্রণটি চুলের গোড়ায় ভাল করে লাগিয়ে কিছু ক্ষণ রেখে দিন। যাদের চুল খুব রুক্ষ, সেই চুল মসৃণ ও কোমল করতে এই মিশ্রণটি সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করুন।

মধু ও অ্যালো ভেরা : চুল সোজা করতে মধু ও অ্যালোভেরার জুড়ি নেই। অ্যালোভেরা জেলের সঙ্গে মধু মিশিয়ে সেই মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। দুই ঘণ্টা পর শ্যাম্পু করে নিন। চুল কোমল ও মসৃণ করতে এক দিন পর পর এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন।


Linkeei Official

192 Blog posts

Comments