রোদে পুড়ে ত্বকে কালচে দাগ? কী করবেন

উজ্জ্বল ও তরতাজা ত্বক সবাই চান। এই কারণে সবাই কত কী করেন। কেউ কেউ নিয়মিত ক্লিনজিং, টোনিং ও ময়শ্চরাইজিং করেন। এ

উজ্জ্বল ও তরতাজা ত্বক সবাই চান। এই কারণে সবাই কত কী করেন। কেউ কেউ নিয়মিত ক্লিনজিং, টোনিং ও ময়শ্চরাইজিং করেন। এর সঙ্গে আছে বিভিন্ন ফেসপ্যাকের ব্যবহারও। কম খরচে ত্বক উজ্জ্বল করতে চাইলে ব্যবহার করতে পারেন তেঁতুল। এতে থাকা ফসফরাস, অ্যামিনো অ্যাসিড, ম্যাগনেশিয়াম ত্বকের জন্য উপকারী।  

ত্বকের যত্নে যেভাবে ব্যবহার করবেন তেঁতুল-

হলুদ-তেঁতুলের ফেস প্যাক : পরিমাণ মতো তেঁতুল গরম পানিতে কিছু ক্ষণ ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ক্বাথ বার করে নিন। দু’চামচ তেঁতুলের ক্বাথের সঙ্গে এক চা চামচ হলুদ গুঁড়ো ভাল করে মিশিয়ে নিয়ে ত্বকে লাগিয়ে নিন।  ১৫ মিনিট পর পানি দিয়ে দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকটি সপ্তাহে দু’বার ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

মধু-বেসন-তেঁতুলের ফেসপ্যাক : ১ চামচ তেঁতুলের ক্বাথ, ১ চামচ হলুদ ও ২ চামচ বেসন নিয়ে একটি ফেসপ্যাক তৈরি করে নিন। এই প্যাক সারা মুখে এবং ঘাড়ে লাগিয়ে নিয়ে দশ মিনিট রাখুন। তার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকের কালচে দাগ তুলতে সাহায্য করে। তৈলাক্ত ত্বক থাকলে এই ফেসপ্যাক বেশ উপকারী।

তেঁতুলের স্ক্রাব : ২ চামচ তেঁতুলের ক্বাথ, ২ চামচ ব্রাউন সুগার ও ১ চা চামচ বেকিং সোডা ভাল করে মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন। এই স্ক্রাব ব্যবহার করলে ত্বকের মৃত কোষগুলি দূর হয়। চিনি ত্বকের ময়লা দূর করে ত্বক পরিষ্কার করে। বেকিং সোডা ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে।


Linkeei Official

192 Blog posts

Comments