"কাউকে খুব বেশি গুরুত্ব দিতে নেই...অতিরিক্ত গুরুত্ব দিলে মানুষ ভেতর থেকে অহংকারী হয়ে ওঠে...
ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত যতটুকু সে ডিজার্ভ
করে!!
যার প্রাপ্য যতোটুকু তাকে ততটুকুই দেওয়া উচিত...
অতিরিক্ত কোন কিছুই ভালো না...যাকে আপনি অতিরিক্ত গুরুত্ব দিবেন, মূল্যয়ন করবেন, তার কাছে আপনি খুব দ্রুতই সস্তা হয়ে যাবেন...নিজের মূল্যটা ধরে রখার জন্য হলেও মানুষকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া কামিয়ে দিন!!
যে এক আনা পবার যোগ্যতা রাখে, তাকে যদি আপনি ষোল আনা দিতে যান তাহলে ঐ মানুষটা আপনাকে ১ আনার মূল্যও দিতে পারবে না... বরং আপনাকে আরো মূল্যহীন ভাবতে শুরু করবে...
মানুষের ধর্মই হলো যোগ্যতার চেয়ে বেশি পেয়ে গেলে মূল্য দিতে জানে না!!
কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে তার কাছে নিজেকে মূলহীন করাটা বোকামি.... যে আপনাকে যতটা মূল্য দিবে, গুরুত্ব দিবে তাকে ঠিক ততটুকুই মূল্য কিংবা গুরুত্ব দেওয়া উচিৎ.. অতিরিক্ত মূল্য দিয়ে কারো কাছে নিজেকে ছোট করবেন না... ব্যাক্তিত্ব ধরে রাখতে শিখুন!!
একজন ব্যাক্তিত্বসম্পন্ন মানুষ বরবারই অন্যের পছন্দের তালিকায় থাকে.. আপনার ব্যাক্তিত্ব যতো স্ট্রং হবে, মানুষ আপনাকে ততবেশি মূল্যয়ন করবে... গুরুত্ব দিতে থাকবে,,, কিন্তু আপনি যদি কাউকে অধিক গুরুত্ব দিয়ে নিজের ব্যাক্তিত্ব দুর্বল করে দেন,
তাহলে মানুষ আপনাকে গুরুত্ব দিবে না!!
টাকাপয়সা কিংবা বাড়ি-গাড়ি আপনি আজ হারালেও কাল হয়তো আবার সবকিছু পেয়ে যাবেন, কিন্তু ব্যাক্তিত্ব একবার হারিয়ে ফেললে তা আপনি কখনই ফেরত পাবেন না...নিজের ব্যাক্তিত্ব ধরে রাখার জন্য হলেও আপনাকে কোথায় থামতে হবে আর কোথায় চলতে হবে সেটা অবশ্যই বোঝার দরকার!!
অন্যকে গুরুত্ব দেওয়ার থেকে নিজেকে গুরুত্ব দিন...
অন্যকে গুরুত্ব দিয়ে ঠকে গেলেও নিজেকে গুরুত্ব দিয়ে কখনো কেউ ঠকে যায়নি...বরং যে মানুষটা নিজেকে গুরুত্ব দিতে জানে তাকে কেউ আঘাত দিতে পারে না....ভাঙতে পারে না!!'
Saiful Islam
删除评论
您确定要删除此评论吗?