এইচএসসি পাস এর পর মহিলাদের জন্য সরকারি চাকরির সুয়োগ রয়েছে। এইচএসসি ও এসএসসি পাস করে আপনি যেসব পদে নিয়োগ প্রাপ্ত হতে পারেন তার মধ্যে রয়েছে কম্পিউটার অপারেটর, হিসাব রক্ষক, সহকারী হিসাবরক্ষক, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, ক্যাশিয়ার, গবেষণার সহকারি, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর, অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক।
https://www.anyinfobd.com/%e0%....a6%8f%e0%a6%87%e0%a6
অফিস সহায়ক এর ১৫ টি অবশ্য পালনীয় কাজ, বেতন-ভাতা, পদোন্নতি ও অন্যান্য সুবিধাদি।
১। অফিসের আসবাবপত্র সাজানো ও পরিস্কার পরিচ্ছন্ন রাখা।
২। অফিসের রেকর্ডসমূহ সুন্দরভাবে সাজিয়ে রাখা।
৩। অফিসের ফাইল ও কাগজপত্র কারো কাছে পৌছানো কিংবা অন্য অফিসে পৌছে দেয়া।
৪। নির্দেশক্রমে অফিসের আসবাবপত্র (হালকা) অফিসের মধ্যেই স্থানান্তর করা।
https://www.anyinfobd.com/%E0%....A6%85%E0%A6%AB%E0%A6
কাস্টমস সিপাই এর ১০ টি কাজ, বেতন-ভাতা, পদোন্নতি ও অন্যান্য সুবিধাদি।
১. কাস্টমস সিপাই এর কাজ হচ্ছে অফিসে- ডেসপাসসহ বিভিন্ন দাপ্তরিক কাজে সহায়তা করা।
২. সিনিয়র অফিসারদের প্রটোকল ডিউটি পালন। একজন সিপাহী হিসেবে আপনারা যতজন সেই অফিসারের দায়িত্বে থাকবেন ততজনকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
৩. অফিসের ডেসপাসসহ বিভিন্ন ধরনের দাপ্তরিক কাজে সাহায্য করা।
৪. এছাড়াও যারা ফিল্ডে কাজ করেন তাদের দায়িক্ত হচ্ছে কর্মকর্তাদের রাজস্ব আহরণে অথবা চোরাচালান প্রতিরোধে সহায়তা করা ।
https://www.anyinfobd.com/%E0%....A6%95%E0%A6%BE%E0%A6