আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
তোমরা সৎকর্মে অগ্রগামী হও। অচিরেই অন্ধকার রাতের খণ্ডসমূহের মতো ফিতনা-ফাসাদ দেখা দেবে। তখন লোকে সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুমিন থাকবে, ভোরবেলা কাফের হয়ে যাবে। সে তার দীন বিক্রি করবে দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে।
সহীহ মুসলিম ১১৮, জামে তিরমিযী ২১৯৫
সূত্রঃ রিয়াযুস সালেহীন, ২য় খণ্ড, মাকতাবাতুল আশরাফ কর্তৃক প্রকাশিত, হাদীস নং ৮৭
James Boss
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?