একজন মুসলিম হিসেবে আমি যেমন চাইবো না হিন্দু ধর্মের কোন দেব-দেবীর মূর্তি বা তাদের ধর্মীয় কোন কিছু আমাদের মসজিদে রাখা হোক। তেমনি একজন প্রকৃত হিন্দুধর্মের অনুসারী কখনো চাইবে না তাদের দেব-দেবীর সামনে বা উপাস্যনালয়ে আমাদের ধর্মীয় কোন বস্তু রাখা হোক। কুমিল্লার পূজা মন্ডবে যে বা যাহারা এমন একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তারা কোন ধর্মের অনুসারী হতে পারে না। তাদের মুল উদ্দেশ্য হচ্ছে সামপ্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর তাদের খূঁজে বের করে উপযুক্ত শাস্তি প্রদানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আর এ ঘটনাকে কেন্দ্র করে দেশের কোথাও যেন হিন্দু সম্প্রদায়ের ওপর কোন অন্যায় না করা হয় সেদিকে লক্ষ রাখাও আমাদের মুসলিমদের দায়িত্ব।
মনে রাখতে হবে ইসলাম শান্তির ধর্ম, আর অন্যের ধর্মের প্রদি শ্রদ্ধা রাখা আমাদের ধর্মীয় শিক্ষার অংশ। আর মহাগ্রন্থ "আল-কোরআন" এর হেফাজতকারী স্বয়ং আল্লাহ নিজেই। তিনি এর মর্যাদা কখনোই ক্ষুন্ন হতে দিবেন না। আর এর অবমাননাকারীকে নিশ্চয়ই তিনি নিজেই স্বয়ং শাস্তি দিবেন।
©Naim Nehal
Dr Md Aminul Islam
删除评论
您确定要删除此评论吗?