#amazing #ad #tbt #love #beauty 
মুক্তির ছড়া 
ডাঃ মোঃ রাকিবুল হাসান  
 
মুক্তি মানে ভাঙার গান, 
মুক্তি মানে জাগার প্রাণ। 
মুক্তি মানে আলো হাতে 
অন্ধকারে পথের ত্রাণ। 
 
মুক্তি মানে চাঁদের হাসি, 
সব মানুষের ভালোবাসি। 
মুক্তি মানে নতুন সকাল, 
স্বাধীন জীবনের উজ্জ্বল কাল। 
 
মুক্তি মানে দুঃখ ভোলা, 
সবার চোখে খুশির মেলা। 
মুক্তি মানে হাত বাড়ানো, 
মানুষ মানুষে বন্ধন গড়া। 
 
তাই তো গাই মুক্তির গান, 
সুখের দিনে, সুখের প্রাণ। 
স্বাধীনতাই সত্যের আলো, 
মানবজীবন তখনই ভালো।
		
Synes godt om
			
			 Kommentar 		
	
					 Del				
						 
						
					 
									 
											 
														 
														 
						