 
								 
												বিয়ের দিন কনেরা সবাই কাদে কিছু মানুষের হয়ত না চাইতেও কান্না চলে আসে এটা স্বাভাবিক😊 
কিন্তু আমার মামাতো বোন বিয়ার দিন কান্দে নাই 😑 
আমার মামা-মামি তারে জড়ায় ধরে যে কান্দা কিন্তু ও কান্দে তো  না  উল্টা ওদের কান্না দেখে হাসতেসে 🙂 
তারপর আমার আম্মুরা আন্টিরা ওরে আস্তে আস্তে বলতাসে তুই হাসিস না মানুষ খারাপ বলবে একটু কাঁদার চেষ্টা কর 😟 
তখন ও বলে আমার কান্না না আসলে কি করতাম?🙄 
তারপর ওরা বলতাসে তাও চেষ্টা কর দরকার হলে কান্নার অভিনয় কর তাও হাসিস না😒 
তারপর ও শত চেষ্টা করে তো কান্নার অভিনয় করতে পারলো না উল্টা বেটকাইতে বেটকাইতে বরের সাথে গাড়িতে গিয়া বসছে🤣🤣 
এসব দেখে কয়েকজন মহিলারা বল্লো  
এই মেয়ে বাপ-মার শোকে পাগল হয়ে হাসতেসে 🥱 
 
আর এদিকে আমাদের বাড়ির সবাই ওর কান্ড দেখে রীতিমত অবাক কারণ ওনাদের বংশে এই প্রথম কনে বেটকাইতে বেটকাইতে বরের সাথে চলে গেল 🥴
		
Himel Narail
Ta bort kommentar
Är du säker på att du vill ta bort den här kommentaren?