শুধুমাত্র সূরা নূরে প্রতি আয়াতে আল্লাহর প্রশংসা এভাবে করা হয়েছে….যা চাইলে আমরা দোয়াতে এভাবেই পড়তে পারবো......
আল্লাহ ক্ষমাশীল, পরম মেহেরবান,
আল্লাহর অনুগ্রহকারী , দয়াবান, তওবা কবুলকারী, প্রজ্ঞাময়,
আল্লাহ একমাত্র সাক্ষদানকারী,
আল্লাহ পবিত্র, মহান,
আল্লাহ উত্তম উপদেশ দানকারী,
আল্লাহ স্পষ্টতা বর্ণনাকারী,
আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়,
আল্লাহ সর্ব বিষয়ে জ্ঞানী,
আল্লাহ সব কাজের আদেশ কারী,
আল্লাহ ক্ষমাশীল, পরম করুণাময়,
অল্লাহ সত্য, স্পষ্ট ব্যক্তকারী,
অল্লাহ সম্মানজনক জীবিকা দানকারী,
অল্লাহ উত্তম স্মরণ শক্তিকারী,
আল্লাহ পবিত্র ও প্রকাশ্যে এবং গোপনে সব কাজের জানলেআলার মালিক,
আল্লাহর তওবা কবুলকারী ও সফলতা দানকারী ,
আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ,
আল্লাহ মানুষের জন্যে দৃষ্টান্তসমূহ বর্ণনা কারী,
আল্লাহ সব বিষয়ে জ্ঞাতকারী,
আল্লাহ উত্তম রুযী দান কারী,
আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী,
আল্লাহ জ্যোতি দানকারী,
আল্লাহ নভোমন্ডল ও ভূমন্ডলের সার্বভৌমত্বের অধিকারী,
আল্লাহ সঞ্চালিত কারী ও পুঞ্জীভূত কারী,
আল্লাহ সরল পথে পরিচালনা কারী,
আল্লাহ ফয়সালা কারী,
আল্লাহ বিচার কারী,
আল্লাহ সুস্পষ্ট বিবৃত দান কারীন,
আল্লাহ সুস্পষ্ট বর্ণনা কারী,
আল্লাহ অনুমতি দানকারী,
আল্লাহ ক্ষমাশীল, মেহেরবান আবার আল্লাহই যন্ত্রণা ও শাস্তি দানকারী
James Boss
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?