ভালোবাসি বাংলাদেশ
ভালোবাসি বাংলাদেশ

ভালোবাসি বাংলাদেশ

3 Members

অবশ্যই নিজের পরিচয়টা থাকা প্রয়োজন ।

image

কবিতার নাম
শালা আমিতো অবাক
লিখেছেন শালা আমিতো অবাক
____
____
___
___
নিশিরাতে জেগে দেখি,
গাছের ডালে কাক,
শালা আমিতো অবাক!!

চোর ঢুকেছে ঘরের ভেতর,
দরজা ছিলো ফাঁক!
শালা আমিতো অবাক!

মোবাইল নিলো,টিভি নিলো,
রিমোট না হয় থাক!
শালা আমিতো অবাক!!

পাচ্ছে যা, তা নিচ্ছে ভরে,
দুই হাতেরই মুঠোয় করে,
চোরটা তো নির্বাক!
শালা আমিতো অবাক!!

সব মালামাল বস্তা ভরে,
চোর পালালো চুরি করে
যাক না চলে যাক
শালা আমিতো অবাক!!

মধ্যরাতে অন্ধকারে,
কুত্তা ডাকে জোরে জোরে,
শিয়ালরা দেয় হাক।
শালা আমিতো অবাক!!

ভয়ে শরীর শিউরে ওঠে,
না জানি আজ কি যে ঘটে?
আবার ডাকে কাক।
শালা আমিতো অবাক!!

হয়নি রাতে তেমন কিছু,
কোন ভূতেই নেয়নি পিছু,
বেঁচে গেছি যাক......!
শালা আমিতো অবাক!!

সকালে দেখি পুরো পাড়া,
আলোচনায় সারা
চোরটা নাকি পড়ছে ধরা?
চোরের মাথায় টাক!
শালা আমিতো অবাক!!,

এর স্বাদ শুধুমাত্র গ্রামের ভাই-ব্রাদার্সরা জানে । শহরের এই সব ফার্মের মুরগিরা কিভাবে জানবে ।

image

আবহামান গ্রাম বাংলার সৌন্দর্য ।

image

এইটা বোঝার জন্য হলেও বিয়েটা করা দরকার

image
This page has been loaded 2712 times.