‘‘মার্ভেল অব টুমরো’র তৃতীয় সিজন ৩ নভেম্বর
***********************************************************************
আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘দ্য মার্ভেল-বি ইউ’র ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘ইনফ্লুয়েন্সার ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড’–এর তৃতীয় সিজন ‘লেটস ভাইব উইথ মার্ভেল অব টুমরো’।
‘গো গ্লোবাল, গো এআই’ প্রতিপাদ্যে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজন। যেখানে সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় তারকা, ইনফ্লুয়েন্সার এবং কনটেন্ট ক্রিয়েটরদের সম্মাননা প্রদান করা হবে।
এ বছর ডেটা এবং জুরি বিশ্লেষণের ওপর ভিত্তি করে ২৮ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। বিভাগগুলোর মধ্যে রয়েছে এন্টারটেইনমেন্ট কনটেন্ট ক্রিয়েটরস, ফুড ভ্লগারস, ফ্যাশন ভ্লগারস, ফ্যাশন ডিজাইনারস, মেকআপ আর্টিস্টস, কুকস, ট্র্যাভেল ভ্লগারস, টেক রিভিউয়ারস, ভিডিও গেম স্ট্রিমারস, রাইটারস, ফটোগ্রাফারস, আর্টিস্টস, কমিউনিটি এনগেজমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার ইত্যাদি।
২৯তম ক্যাটাগরি হচ্ছে ‘পপুলার চয়েস’, যেখানে ২৮ ক্যাটাগরির সব মনোনীত এবং বিজয়ীকে দর্শকেরা ভোট প্রদানের সুযোগ পাবেন। সর্বোচ্চ ভোটপ্রাপ্তকে দেওয়া হবে ‘পপুলার ইনফ্লুয়েন্সার অব দ্য ইয়ার’–এর খেতাব।
দ্য মার্ভেল-বি ইউর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা বৃতি সাবরিন খান বলেন, ‘এবার আমরা চমকপ্রদ একটি সিজন উপস্থাপনের অপেক্ষায়, যা বাংলাদেশে এর আগে কখনো দেখা যায়নি। “গো গ্লোবাল, গো এআই” থিমের মাধ্যমে গ্লোবাল এনগেজমেন্টের পাশাপাশি ভবিষ্যৎ কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবনের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি।’
এ বছরের মার্ভেল অব টুমরো আয়োজনের সহযোগী লেটস ভাইব ও চেরী।
source : প্রথম আলো।
