Magazine
Magazine

Magazine

@magazine
16 hrs ·Translate

আপনার মুঠোফোনে যেসব জীবাণু লুকিয়ে আছে
***********************************************************************
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, মুঠোফোনে মানুষ ও তেলাপোকা থেকে উদ্ভূত অদৃশ্য জীবাণু লুকিয়ে রয়েছে। এক গবেষণায় দেখা যায়, প্রায় শতভাগ স্মার্টফোনের পর্দায় ইকোলাই ও ফিক্যাল স্ট্রেপটোকোকাস জীবাণু রয়েছে। এ ছাড়া খাদ্যে বিষক্রিয়া তৈরি করে এমন জীবাণু ব্যাসিলাস সেরিয়াস এবং নিউমোনিয়া সৃষ্টিকারী জীবাণু এস অরিয়াসের উপস্থিতিও পাওয়া গেছে। ১০টি মুঠোফোন থেকে ২০ বার এসব পাওয়া গেছে। এদের অর্ধেকের মধ্যে তেলাপোকার মলে থাকা পি অ্যারুগিনোসা পেয়েছেন গবেষকেরা।

সেলসেলের পৃষ্ঠপোষকতায় গবেষণাটি পরিচালিত হয়। প্ল্যাটফর্মটির প্রধান পরিচালন কর্মকর্তা সারাহ ম্যাকনমি বলেছেন, ‘আমাদের মুঠোফোনের পর্দায় কী পরিমাণ ক্ষতিকারক ব্যাকটেরিয়া রয়েছে এবং কোন ধরনের ব্যাকটেরিয়া সাধারণত থাকে, তা জানতে আমরা আগ্রহী ছিলাম। প্রাপ্ত ফলাফল সত্যিই মর্মান্তিক। মানুষের মল থেকে উদ্ভূত অনেক ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে। এটি আমাদের মুঠোফোন সব সময় পরিচ্ছন্ন রাখা ও জীবাণুমুক্ত করার প্রয়োজনীয়তার গুরুত্বকে অনুধাবন করায়।’ তিনি যোগ করেন, ‘তেলাপোকার মল থেকে উদ্ভূত পি অ্যারুগিনোসার উপস্থিতি ছিল সবচেয়ে অস্বস্তির। একবার ভাবুন, এই প্রাণীর মল বর্জ্য আমাদের মুঠোফোনে রয়েছে!’

গবেষণায় ২২ থেকে ৬২ বছর বয়সী ছয়জন নারী ও চারজন পুরুষের মুঠোফোনের পর্দা পরীক্ষা করা হয়। এগুলোতে ২০টি ফেকাল স্ট্রেপ্টোকোকি ও এন্টারোকোকি পাওয়া গেছে, যা মানুষ এবং অন্য প্রাণী উভয়ের পাকস্থলী ও অন্ত্রে তৈরি হয়। নমুনায় এস অরিয়াসের উপস্থিতি পাওয়া গেছে। ফলে শ্বাসযন্ত্রের সংক্রমণ, ত্বকের সংক্রমণ এবং এমনকি খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকির শঙ্কা থাকে।

গবেষকদের দাবি, বাথরুমে মুঠোফোন নিয়ে যাওয়ার ফলেও জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। বাথরুমে মুঠোফোন নিয়ে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই মুঠোফোনে এসব জীবাণুর সংক্রমণ হতে পারে। বাথরুমে প্রাপ্ত জীবাণুর মধ্যে ইকোলাই অন্যতম।

সূত্র: ডেইলি মেইল

Source: প্রথম আলো

image
16 hrs ·Translate

৫০ মেগা পিক্সেলের এআই ক্যামেরা রয়েছে এই ফোনে
***********************************************************************
বাংলাদেশে স্পার্ক ১০ প্রো মডেলের নতুন স্মার্টফোন এনেছে টেকনো। মিডিয়াটেক হেলিও জি ৮৮ প্রসেসরে চলা ফোনটির পেছনে ৫০ মেগা পিক্সেলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা থাকায় স্বয়ংক্রিয়ভাবে ভালো মানের ছবি তোলা যায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকনো।

৬.৮ ইঞ্চি পর্দার এই ফোনের সামনে ৩২ মেগা পিক্সেলের ক্যামেরা রয়েছে, যা কম আলোতেও ভালো মানের ছবি তুলতে পারে। পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সুবিধা ফোনটিতে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জ করা যায়।

অ্যান্ড্রয়েড ১৩ (হাইওএস ১২.৬) অপারেটিং সিস্টেমে চলা ফোনটির ধারণক্ষমতা ১২৮ গিগাবাইট। ৮ ও ১৬ গিগাবাইট র‍্যামের দুটি সংস্করণে বাজারে আসা ফোনটির দাম যথাক্রমে ১৫ হাজার ৬৯০ টাকা এবং ১৭ হাজার ৯৯০ টাকা।

Source: প্রথম আলো

image
16 hrs ·Translate

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি আধেয় মেধাস্বত্ব পাবে, তবে...
***********************************************************************
প্রযুক্তি দুনিয়ায় এখন সবচেয়ে আলোচিত নাম চ্যাটজিপিটি। কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) তুমুল জনপ্রিয় এই চ্যাটবট দিয়ে নিবন্ধ বা কবিতা লেখার পাশাপাশি বিভিন্ন আধেয় তৈরি করছেন অনেকেই। প্রশ্ন উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি আধেয়গুলোর মেধাস্বত্ব করা যাবে কী না। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি আধেয় মেধাস্বত্ব করার সুযোগ দিতে সম্প্রতি নতুন নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ব কার্যালয়।

নির্দেশনায় বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি প্রতিটি আধেয়-এর বিষয়বস্তু পর্যালোচনা করেই শুধু মেধাস্বত্ব দেওয়া হবে। অর্থাৎ, শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে তৈরি কোনো আধেয় মেধাস্বত্ব পাবে না। তবে লেখকের কল্পনা, সৃজনশীলতা বা নির্দেশনা অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির লেখা আধেয় মেধাস্বত্বের জন্য বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ব কার্যালয়ের পরিচালক শিরা পার্লমুটার জানিয়েছেন,আধেয় তৈরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহারপদ্ধতি পর্যালোচনা করে মেধাস্বত্বের আবেদন বিবেচনা করা হবে। চ্যাটজিপিটির মাধ্যমে কেউ চাইলেই উইলিয়াম শেক্‌সপিয়ারের মতো কবিতা বা কোনো বিখ্যাত গীতকারের গান লেখার সুযোগ পাচ্ছেন। এ ধরনের কোনো আধেয় মেধাস্বত্ব পাবে না। কারণ, আধেয়তে লেখকের কোনো সৃজনশীলতা নেই।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে লেখা নিবন্ধ বা কবিতার শব্দচয়ন ও ভাষা মানুষের মতোই হয়ে থাকে। ফলে সহজে শনাক্ত করা সম্ভব হয় না। আর তাই মেধাস্বত্ব পাওয়ার ক্ষেত্রে বিষয়টি কীভাবে যাচাই করা হবে, সে বিষয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। বিষয়টি অজানা নয় যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ব কার্যালয়ের। আর তাই সংস্থাটি জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নতুন বাস্তবতা এবং মেধাস্বত্বের আইনি প্রক্রিয়ার বিষয়টি নিয়মিত পর্যালোচনা করা হবে।

সূত্র: ম্যাশেবল

Source: প্রথম আলো

image
16 hrs ·Translate

জনপ্রিয় ব্যক্তিদের অ্যাকাউন্ট বেদখল, নীরব টুইটার
***********************************************************************
জেস রবার্টসন ও ডেভিড ডেন দুজনই টুইটারে বেশ জনপ্রিয়। জেস রবার্টসন জনপ্রিয় মার্কিন টেলিভিশন শো ডাক ডাইন্যাসটির জন্য বহুল পরিচিত। আর ডেভিড ডেন দ্য আমেরিকান প্রসপেক্ট সাময়িকীর নির্বাহী সম্পাদক। খুদে ব্লগ লেখার ওয়েবসাইটটিতে অনেক অনুসারীও রয়েছে তাঁদের। কয়েক সপ্তাহ ধরেই এই দুজনের টুইটার অ্যাকাউন্ট থেকে একই রকম খুদে বার্তা পোস্ট করা হচ্ছে। হ্যালো টুইটার ফ্যামিলি দিয়ে শুরু করা এ বার্তায় বলা হচ্ছে, আমার কাছে ১০টি ম্যাকবুক রয়েছে। এগুলো ৬০০ ডলারে বিক্রি করা হবে। যাঁরা আগে ফরমাশ দেবেন, তাঁরা আগে কিনতে পারবেন। ম্যাকবুক বিক্রির অর্থ দাতব্য সংস্থায় দেওয়া হবে। আগ্রহীরা সরাসরি বার্তা পাঠাতে পারেন। বার্তার সঙ্গে একই রকম ছবিও জুড়ে দেওয়া হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, কাঠের মেঝেতে ম্যাকবুক প্রো রয়েছে। এই পোস্ট এবং ছবি দেখে যে কেউ ভাবতে পারেন, দুজন ব্যক্তিই কোনো দাতব্য সংস্থার হয়ে কাজ করছেন। কিন্তু আসলে তা নয়, দুজনের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে এ বার্তা পোস্ট করা হয়েছে। তাঁদের দাবি, বিষয়টি জানানোর পরও টুইটার নীরব ভূমিকা পালন করছে। কোনো ব্যবস্থা না নেওয়ার পাশাপাশি অ্যাকাউন্ট দুটি নিষ্ক্রিয় করেনি টুইটার। অথচ হ্যাকাররা এ প্রচারণা চালিয়ে হাজারো মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে পারে।

অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার বিষয়ে ডেভিড ডেন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলকে বলেন, ‘গত বছর ইলন মাস্ক টুইটার কেনার আগে একবার আমার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল। অভিযোগ করার পর সঙ্গে সঙ্গেই অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করেছিল টুইটার। প্রায় এক মাস পর অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর আমি দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু করি। কিন্তু আবার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে এবং প্রতারকেরা টুইটার ব্যবহার করে বিভিন্ন বার্তা পোস্ট করছে। বিষয়টি টুইটারকে জানানোর পরও অ্যাকাউন্টটি সচল রয়েছে। এমনকি প্রতারকদের পোস্ট করা টুইট বার্তাগুলোও অন্যরা দেখতে পারছেন।’

ডেভিড ডেনের টুইটার পোস্ট দেখে এরই মধ্যে হ্যাকারদের প্রতারণার শিকার হওয়া এক নারীর খোঁজ পেয়েছে ম্যাশেবল। এই নারী ম্যাকবুক কেনার জন্য ১ হাজার ৫০০ ডলার পাঠানোর পর আর কোনো যোগাযোগ করছে না প্রতারকেরা। আরও অনেকেই এ ধরনের প্রতারণার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

জেস রবার্টসন ও ডেভিড ডেন ছাড়াও সম্প্রতি আরও বেশ কয়েকজন জনপ্রিয় ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ বার্নি স্যান্ডার্সের সাবেক রাজনৈতিক উপদেষ্টা উইনি ওং। তাঁর অ্যাকাউন্ট থেকেও ম্যাকবুক বিক্রির একই রকম টুইট বার্তা পোস্ট করা হয়েছে।

সূত্র: ম্যাশেবল

Source: প্রথম আলো

image
16 hrs ·Translate

টিকটকের ফর ইউ ফিডের ভিডিও পরিবর্তন করা যাবে
***********************************************************************
টিকটকের হোমপেজে থাকা বিভিন্ন ফিডে ক্লিক করে সহজেই নির্দিষ্ট বিষয়ের ভিডিও দেখা যায়। এর মধ্যে ফর ইউ ফিডে সাধারণত ব্যবহারকারীদের আগ্রহ বুঝে বিভিন্ন ভিডিও দেখায় টিকটক। তবে সব সময় ভিডিওগুলো পছন্দ হয় না অনেকের। এ সমস্যা সমাধানে ফর ইউ ফিডে রিফ্রেশ–সুবিধা যুক্ত করেছে ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যমটি।

টিকটকের তথ্যমতে, ফর ইউ ফিডে যুক্ত হওয়া রিফ্রেশ–সুবিধা যেকোনো সময় ব্যবহার করা যাবে। এর ফলে ফর ইউ ফিডে দেখানো ভিডিও পছন্দ না হলে পরিবর্তন করে নতুন ভিডিও দেখা যাবে। কনটেন্ট প্রেফারেন্স অপশনে ক্লিক করে রিফ্রেশ ফর ইউ ফিড নির্বাচন করলেই ফর ইউ ফিডে নতুন ভিডিও দেখা যাবে। ব্যবহারকারীরা চাইলে একাধিকবার রিফ্রেশ–সুবিধা ব্যবহার করতে পারবেন।

ব্যবহারকারীদের সহজে পছন্দের ভিডিও দেখার সুযোগ দিতে সম্প্রতি নিজেদের হোমপেজে ‘স্পোর্টস’, ‘ফ্যাশন’, ‘গেমিং’ও ‘ফুড’ নামের চারটি ভিডিও ফিড যুক্ত করেছে টিকটক। এসব ফিডে ক্লিক করলেই নির্দিষ্ট বিষয়ের ভিডিওগুলো দেখা যায়। ফর ইউ ফিডে মূলত ব্যবহারকারীদের ভিডিও দেখার ইতিহাস পর্যালোচনা করে ভিডিও প্রদর্শন করে টিকটক। রিফ্রেশ–সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা সহজেই পছন্দের ভিডিও দেখার সুযোগ পাবেন। পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য রিফ্রেশ–সুবিধা উন্মুক্ত করা হবে।

সূত্র: টেক ক্রাঞ্চ

Source: প্রথম আলো

image