News Hub
News Hub

News Hub

@newshub
2 d ·Translate

‘পানির ভেতর থেকে ভাইকে বাড়িয়ে দিয়ে আম্মু তলিয়ে যায়’
***********************************************************************
দুই সন্তান ও স্বজনদের নিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে কাশবন দেখতে গিয়েছিলেন গাজীপুরের গৃহবধূ রিনি আক্তার (৩৮)। ছোট্ট একটি নৌকা ভাড়া করে নদ পাড়ি দিয়ে কাশবনে যাচ্ছিলেন তাঁরা। নৌকায় একটি প্লাস্টিকের চেয়ারে শিশুসন্তান সাদকে কোলে নিয়ে বসেছিলেন তিনি। কিছুদূর যাওয়ার পর নৌকার দোলে সাদকে নিয়ে পানিতে পড়ে যান রিনি। কিছুক্ষণ পর দুই হাত দিয়ে সাদকে ধরে পানির ওপর ভেসে ওঠেন তিনি। তখন নৌকা থেকে একজন নেমে সাদকে নৌকায় তুলে নেন। এরই মধ্যে পানিতে তলিয়ে যান ওই গৃহবধূ।

আজ শনিবার দুপুরে ডুবুরিরা নদ থেকে গৃহবধূ রিনি আক্তারের লাশ উদ্ধার করেন। তিনি গাজীপুরের শ্রীপুরের নগরহাওলা গ্রামের নাজমুল ইসলামের স্ত্রী। গতকাল শুক্রবার পানিতে তলিয়ে যাওয়ার সময় তাঁর সঙ্গে নৌকায় ছিলেন শাশুড়ি মজিদা বেগম (১৫), মেয়ে তাসমিয়া তাসনিম, ভাই আল-আমিন (২৫), ননদ তিথি আক্তার (১৫) ও শিশু আরাফাত আল সাদ।

কাঁদতে কাঁদতে দুর্ঘটনার বর্ণনা দিয়ে রিনির চতুর্থ শ্রেণিতে পড়া মেয়ে তাসমিয়া তাসনিম বলে, ‘নৌকা দোল খাওয়ায় মা সাদকে নিয়ে পানিতে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে পানির ভেতর থেকে সাদকে হাত বাড়িয়ে দিয়ে আম্মু তলিয়ে যায়।’

আজ বিকেলে রিনি আক্তারের লাশ বাড়িতে আনা হয়। বাড়িতে স্বজনদের ভিড়। বাড়িজুড়ে মাতম চলছে। মায়ের সঙ্গে পানিতে পড়ে যাওয়া সাদ ফুফুর কোলে বসে স্বজনদের মাতম দেখছে। বারবার ফুফুর কাছে মায়ের কথা জিজ্ঞাসা করছে। মায়ের মৃত্যুর বিষয়টি তখনো উপলব্ধি করতে পারেনি সে।

নৌকায় থাকা স্বজনদের বরাত দিয়ে রিনির ননদ মোসা. শিরিন প্রথম আলোকে বলেন, গতকাল দুই সন্তান ও অন্যদের নিয়ে ভাবি ব্রহ্মপুত্রপাড়ে কাশবন দেখতে বের হয়েছিলেন। শিশু সাদকে কোলে নিয়ে নৌকায় একটি প্লাস্টিকের চেয়ারে বসেছিলেন ভাবি। কিছুদূর যাওয়ার পর নৌকা দোল খায়। তখন সাদকে নিয়ে পানিতে পড়ে যান তিনি। ১০ থেকে ১৫ সেকেন্ডের মধ্যে তিনি সাদকে নিয়ে পানির ওপর ভেসে ওঠেন। ততক্ষণে নৌকা ভাসতে ভাসতে কিছুটা দূরে চলে যায়। নৌকা থেকে পানিতে লাফিয়ে পড়ে ভাবির ভাই সাদকে নিজের হাতে নিয়ে নৌকায় রাখেন। এর মধ্যে পানিতে তলিয়ে ভাবি নিখোঁজ হন।

শিরিন আরও বলেন, নৌকায় থাকা লোকজনের চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোকজন নৌকা নিয়ে এসে ঘটনাস্থলে খোঁজাখুঁজি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে গতকাল রাত ১০টা পর্যন্ত সেখানে অনুসন্ধান চালান ডুবুরিরা। আজ আবার অনুসন্ধান চালানো হয়। দুপুরের দিকে লাশ উদ্ধার করেন ডুবুরিরা।

নগরহাওলা গ্রামের বাসিন্দা মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় আনন্দ পরিণত হয়েছে বিষাদে। মাকে হারিয়ে সন্তানদের কান্না থামছে না।

source : প্রথম আলো।

image
2 d ·Translate

ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু, ভর্তি ২৮৬৫
***********************************************************************
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে ৮৯৩ জনের মৃত্যু হলো। আর চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত এডিস মশাবাহিত এ রোগে মৃত্যু হলো ৩০০ জনের।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে ঢাকায় ৬ জন ও ঢাকার বাইরে ৮ জন মারা গেছেন। এ সময় ডেঙ্গু নিয়ে ২ হাজার ৮৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮১৪ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ২ হাজার ৫১ নতুন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৭১৭ জন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৮ হাজার ৯৭৬ জন ও ঢাকার বাইরে ১ লাখ ৬ হাজার ৬১৪ জন রয়েছেন।

এর আগে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল গত বছর। এ ছাড়া ডেঙ্গুতে ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১০৫ জনের।

source : প্রথম আলো।

image
4 d ·Translate

কৃষককে আটকে রেখে মারধর, গোপালগঞ্জে কৃষি ব্যাংকের ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
***********************************************************************
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের রামদিয়া শাখায় এক কৃষককে আটকে রেখে মারধরের ঘটনায় ওই ব্যাংকের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া গোপালগঞ্জ কৃষি ব্যাংকের আঞ্চলিক শাখা ব্যবস্থাপক মো. আবদুল আজিজ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।

আবদুল আজিজ বলেন, ‘কৃষককে মারধরের ঘটনায় আমিসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।’

আবদুল আজিজ ছাড়াও বরখাস্ত হওয়া অন্য দুই কর্মকর্তা হলেন কৃষি ব্যাংকের রামদিয়া শাখার ব্যবস্থাপক মো. ইলিয়াস হোসেন ও তদন্তকারী কর্মকর্তা (আইও) রাফিজুল ইসলাম। মারধরের শিকার ওই কৃষকের নাম দেনায়েত সরদার। তিনি কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের ফুকরা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক মাস আগে গাভি মোটাতাজাকরণ প্রকল্পের জন্য তিন লাখ টাকা ঋণ নিতে কৃষি ব্যাংকের রামদিয়া শাখায় যান দেনায়েত সরদার। এ সময় তিনি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবিসহ অন্যান্য কাগজপত্র ব্যাংকে জমা দিয়ে আসেন। গত ২০ আগস্ট ব্যাংকের তদন্তকারী কর্মকর্তা (আইও) রাফিজুল ইসলাম ওই কৃষকের বাড়িতে সরেজমিনে তদন্তে যান। তখন তিনি মিষ্টি খাওয়ার কথা বলে কিছু উৎকোচ দাবি করেন। দেনায়েত সরদার উৎকোচ দিতে রাজি না হওয়ায় ‘দায়-দেনার’ কারণ দেখিয়ে ঋণের আবেদন বাতিল করে দেন ওই কর্মকর্তা।

এ বিষয়ে ৭ সেপ্টেম্বর কৃষক দেনায়েত সরদার বাংলাদেশ ব্যাংকের অভিযোগ সেলে ই-মেইলের মাধ্যমে একটি অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত সোমবার গোপালগঞ্জ আঞ্চলিক শাখা ব্যবস্থাপক আবদুল আজিজ ও তাঁর সহযোগীরা অভিযোগের বিষয়টি তদন্তের জন্য কৃষি ব্যাংকের রামদিয়া শাখায় যান। তদন্ত চলাকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি অতর্কিত ব্যাংকে ঢুকে অভিযোগকারী দেনায়েত সরদার ও তাঁর সঙ্গে থাকা ছেলে ও জামাতার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাঁরা ব্যাংকের সব ফটক ও দরজা এবং ব্যাংকের সিসিটিভি ক্যামেরা বন্ধ করে তদন্তকারী কর্মকর্তাদের সামনেই তাঁদের মারধর করেন।
পরে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় মারধরের শিকার কৃষক দেনায়েত সরদার (৬২) বাদী হয়ে ১১ জনকে আসামি করে আদালতে একটি মামলা করেন।

source : প্রথম আলো।

image
4 d ·Translate

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
***********************************************************************
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৮৭৫ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮৯ জন।

আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮৯ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১০০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ১০ হাজার ২৮০ জন রোগী। এর মধ্যে ৩ হাজার ৬৯৬ জন ঢাকায় এবং ৬ হাজার ৫৮৪ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৬৯৯ জন। অন্যদিকে চিকিৎসা শেষে ১ লাখ ৬৮ হাজার ৫৪৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

source : প্রথম আলো।

image
4 d ·Translate

কেএনএফ নেতাদের সঙ্গে ২ অক্টোবর সশরীর বৈঠক করতে চায় শান্তি কমিটি
***********************************************************************
কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) শীর্ষ নেতাদের সঙ্গে সরকারের প্রতিনিধিদের নিয়ে আগামী ২ অক্টোবর সশরীর বৈঠক করতে চায় বান্দরবানে জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমার নেতৃত্বে গঠিত শান্তি প্রতিষ্ঠা কমিটি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহরের মেঘলা শান্তি পর্যটন এলাকার একটি রিসোর্টে অনুষ্ঠিত শান্তি প্রতিষ্ঠা কমিটির সভায় বৈঠকের এই সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।

শান্তি প্রতিষ্ঠা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগে সশরীর বৈঠকের জন্য কেএনএফের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। সম্প্রতি কেএনএফ নেতারা জানিয়েছেন, তাঁরা সশরীর বৈঠকে রাজি। কেএনএফের কাছ থেকে সাড়া পেয়ে বৈঠকের তারিখ নির্ধারণে শান্তি প্রতিষ্ঠা কমিটির সভা ডাকা হয়।

সভায় জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, শান্তি প্রতিষ্ঠা কমিটির সদস্যসচিব ও বম সোশ্যাল কাউন্সিলের সভাপতি লালজার লম বম, মুখপাত্র কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যাসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে শান্তি প্রতিষ্ঠা কমিটির মুখপাত্র কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা বলেন, ২ অক্টোবর বৈঠকের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে বিষয়টি কেএনএফকে জানানোর সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের স্থান থানচি অথবা রুমার যেকোনো স্থানে উভয় পক্ষের আলাপ-আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। বৈঠকে কেএনএফ নেতা নাথান বমসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকতে হবে। শান্তি প্রতিষ্ঠা কমিটির সঙ্গে সরকারের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফ গত বছরের মাঝামাঝি থেকে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের দুর্গম এলাকায় সশস্ত্র তৎপরতা শুরু করে। সংগঠনটির বিরুদ্ধে পাহাড়ের গোপন আস্তানায় সমতলের জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার জঙ্গিদের টাকার বিনিময়ে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত বছরের অক্টোবর থেকে কেএনএফ ও শারক্কীয়া জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করে। এ পর্যন্ত ৩৮ জন জঙ্গি ও বহু কেএনএফ সদস্য গ্রেপ্তার হয়েছেন।

কেএনএফের সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসার লক্ষ্যে গত ২৯ মে জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমার নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয়। কমিটি এ পর্যন্ত কেএনএফ নেতাদের সঙ্গে অনলাইনে বৈঠকে করেছে। তবে এবার সশরীর বৈঠক করতে চায় কমিটি।

source : প্রথম আলো।

image