টানা ২০ দিন বেলুনে বিশ্বভ্রমণ, প্রথম টুইট বার্তা
***********************************************************************
বেলুনে বিশ্বভ্রমণ
প্রথমবারের মতো হট-এয়ার বেলুনে চড়ে বিরতিহীনভাবে বিশ্বভ্রমণ করেন সুইজারল্যান্ডের বেট্রার্ন্ড পিকার্ড ও যুক্তরাজ্যের ব্রায়ান জোনস। ২০ দিনের এই ভ্রমণ শেষে ১৯৯৯ সালের এই দিনে তাঁরা মিসরের কায়রোয় অবতরণ করেন। ‘ব্রেইটিলং অরবিটার ৩’ নামের এই বেলুন তৈরি করে ইংল্যান্ডের বিস্ট্রলভিত্তিক বেলুন নির্মাতাপ্রতিষ্ঠান ক্যামেরুন বেলুনস।
দাবায় নয়া নজির
মার্কিন দাবা চ্যাম্পিয়ন ফ্রাঙ্ক জেমস মার্শাল এক অনন্য নজির গড়েছেন এই দিনে। ১৯১৬ সালের এই দিনে তিনি একসঙ্গে ১০৫টি খেলায় অংশ নেন। ওয়াশিংটনে দাবার ওই আসর বসেছিল।
প্রথম টুইট
বর্তমানে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যমগুলোর একটি টুইটার। ২০০৬ সালের এই দিনে প্রথম টুইট করা হয়। টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি প্রথম টুইট করেন। টুইটারের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো। বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।
Source: প্রথম আলো
