রঙ্গিন শৈশব ♥️
প্রাথমিক বিদ্যালয় হচ্ছে শিক্ষার্থীদের শৈশব জীবনের সবচেয়ে রঙ্গিন অধ্যায়। প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক- উচ্চ মাধ্যমিকই গন্ডি ছাড়িয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো অবস্থানে চলে যায় অনেক শিক্ষার্থী। আবার কেউ কেউ অর্থনৈতিক সংকটের কারনে বা পরিবারের অভাবের কারণে সংসারের হাল ধরতে এই ছোট্ট অবস্থায়ই প্রাথমিক স্কুলেই শেষ হয়ে যায় পড়ালেখার পাঠ, রঙ্গিন অনেক স্বপ্ন।
সকল শিশুর জীবন হোক আলোকিত 💙💜
মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা ছবি।
ছবিঃ- টিপলু দত্ত
#ourmohalchari #khagrachari

Me gusta
Comentario
Compartir