""সময়ের মূল্য"" 
একবছরের কি দাম তাকে জিজ্ঞাসা করো 
-- যে ফেল করেছে 
এক মাসের কত দাম তাকে জিজ্ঞাসা করো 
-- যে গত মাসে বেতন পায়নি 
একসপ্তাহের কি দাম তাকে জিজ্ঞাসা করো 
-- যে গত সপ্তাহে হাসপাতালে ছিল 
একদিনের কি দাম তাকে জিজ্ঞাসা করো 
-- যে সারাদিন ক্ষুধার্ত 
এক ঘন্টার কি দাম  তাকে জিজ্ঞাসা করো 
-- যে কারো জন্য অপেক্ষা করছে 
এক মিনিটের কি দাম তাকে জিজ্ঞাসা করো  
-- যে এক মিনিটের জন্য ট্রেনটি মিস করেছে 
এক সেকেন্ডের কি দাম তাকে জিজ্ঞাসা করো  
-- যে এইমাত্র দুর্ঘটনা থেকে বেঁচে গেল 
-- তাই আপনার জীবনের প্রত্যেকটি মুহূর্ত কে যথাযথ গুরুত্ব দিন ||| 
কারণ সময় সবার জন্য নির্দিষ্ট ||| 
তাই গুরুত্বপূর্ণ সময় কে নষ্ট না করে ভালো কিছু করুন||| 
ধন্যবাদ |||
		
						Respect!
			
			 Kommentar 		
	
					 Delen