মনে রাখবো তোমাকে চিরদিন
তুমি যেখানেই থাকো যত দিন
তোমাকে নিয়ে ঘুরবো স্মৃতির ঘর
যদিও তুমি হয়ে গেছো আমার পর
তবুও মিস করবো তোমায় জীবন ভর ।

image