কুচ কুচ হোতা হ্যায় মুভিতে টিনা মালহোত্রা (রানি মুখার্জি) মারা যাওয়ার আগে তার মেয়ে আঞ্জেলির জন্য আটটা চিঠি রেখে যায়। আট বছর পর্যন্ত প্রতি জন্মদিনে একটি করে চিঠি আঞ্জেলিকে দেওয়ার জন্য।
বাই দ্যা ওয়ে, কোনো বাচ্চা কি এক-দুই বছর বয়সে চিঠি পড়তে পারে?