বাসর রাতে নাকি স্ত্রীরা তাদের স্বামীকে দুধে পান করতে দেয় । আচ্ছা ভালো কথা । কিন্তু আমার প্রশ্ন হলো, বাসর ঘর হলো শ্বশুরবাড়িতে । সেখানে সব কিছু নতুন। কাউকে সে চিনে না জানে না। বরের সাথে গাড়িতে করে এসে ডাইরেক্ট বাসর ঘরে ঢুকে যায়। তাহলে তারা দুধ পায় কোথায় ?