সেহরীশ কিছু বলতেও পারছে না সইতেও পারছে না।ওই কথাগুলো বলে একবারে বিপাকেই পড়ে গেলো সে।এখন ওদের বুঝাবে কি করে সেটা নিয়েই সেহরীশ টেনশনে আছে।
কিন্তু তার আগে ব্যাপারটা এখনই রুদ্ধকে জানাতে হবে।তাই সেহরীশ তৎক্ষনাৎ রুদ্ধকে ফোন দিলো।রুদ্ধ রিসিভ করতেই আতংকিত কন্ঠে বলল,’জানো কি হয়েছে?’
‘কি হয়েছে?’রুদ্ধ কৌতুহলী হয়ে জিগ্যেস করলো।
‘তোমার বাবাকে আমার চাচা মানা করে দিয়েছে।’
‘কেনো?’কিছুটা বিচলিত শোনালো রুদ্ধ’র কন্ঠ।
https://www.lovestory-bd.com/9381/
Kao
Komentar
Udio
Dhrubo Mitra
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?