আমি গিয়ে দেখলাম সেতু মেঝেতে উপুড় হয়ে শুয়ে গোঙাচ্ছে।
প্রচন্ড মারের চোটে পিঠের চামড়া উঠে রক্তে লাল হয়ে আছে চমড়া।
আমি কাছে গিয়ে বসে ওর মাথায় হাত রাখলাম।সেতু মুখ তুলে আমার দিকে চাইলো।
প্রচন্ড অসহায় সেই মুখ।ওর কান্নাভেজা,পাংশুটে মুখখানি দেখে আমার বড্ড মায়া হলো।
ওকে উঠে বসতে সাহায্য করলাম আমি।সেতু ক্লান্ত কন্ঠে বলল,’আমাকে একটু পানি দাও।’
আমি টেবিলের ওপর থেকে পানি নিয়ে এলাম।পানিটা এক চুমুকে খেয়ে নিলো সেতু।
তারপর আমার হাতে গ্লাসটা দিয়ে আদ্র কন্ঠে বলল,’এক্ষুনি চলে যাও এখান থেকে।
তামিম আবার আসবে।তোমাকে এখানে দেখলে আমাকে আবার মা’র খেতে হবে।’
আমি কিছু জিগ্যেস করতে চেয়েও পারলাম না কারণ কারো পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলাম।
হয়তো এদিকেই আসছে।আমি দ্রুত চলে যাওয়ার সময় পেছন থেকে সেতুর গলার আওয়াজ শুনতে পেলাম।
https://www.lovestory-bd.com/9368/
Dhrubo Mitra
Delete Comment
Are you sure that you want to delete this comment ?