পৃথিবীতে কোন কিছুই  success নয় । 
 
এক মৃত ব্যক্তির পকেট থেকে চিঠি : 
 
যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের success, 
যখন হাটতে শিখলাম মনে হল এটাই success, 
যখন কথা বলতে শিখলাম মপাওয়ানে হল এটাই success, 
 
 ভুল ভাঙল, 
 
এরপর স্কুলে গেলাম,শিখলাম first হওয়াটা success, 
এরপর বুঝলাম না আসলে মাধ্যমিকে স্টার পাওয়াটা success, 
 
ভুল ভাঙল,বুঝলাম উচ্চমাধ্যমিকে এই রেসাল্টটা ধরে রাখাই success, 
 
এখানেই শেষ নয়, 
 
এরপর বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো কলেজে চান্স পাওয়াটাই success, 
 
পরে বুঝলাম না কলেজ শেষে চাকরী পাওয়াটা success, 
এরপর বুঝলাম না,নিজের টাকায় একটা ফ্ল্যাট কেনাটা success, 
 
সেটাও নয়,নিজের টাকায় এরপর গাড়ি কেনাটাই আসল success, 
 
আবার ভুল ভাঙল, 
 
এরপর দেখলাম বিয়ে করে সংসার করাটাই success, 
 
বছর ঘুরলো,দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে তাকে বড় করাটাই success, 
 
ছেলে হলে সে প্রতিষ্ঠিত হওয়াটাই success,মেয়ে হলে ভালো বাড়িতে বিয়ে দেওয়াটাই success, 
 
এরপর এলো রিটায়ারমেন্ট, সারা জীবনের জমানো টাকার সঠিক utilization ই success... 
 
এরপর যখন সবাই মিলে চিতায় উঠিয়ে দিল,তখন বুঝলাম পৃথিবীতে কোন কিছুই  success নয় ,  
 
পুরো টাই competition, যার মুলে আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা, যা কখনো পূর্ণ হয়না।  
 
read more: www.anuperona.com
		
 
						 
											 
			 
			 
			 
			 
			 
			
MOHAMMAD ISLAM
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?