জলসিড়ি সেন্ট্রাল পার্ক
জলসিড়ি সেন্ট্রাল পার্ক জলসিড়ি আবাসন প্রকল্পের ২১ নম্বর সেক্টরে অবস্থিত। ২০১২-১৩ সালের দিকে ঢাকার কাছে ৩০০ ফুট এলাকায় একটি উঁচু-নিচু কাঁচা রাস্তা ছিল। একটু বৃষ্টি হলেই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ১০ বছরের ব্যবধানে পূর্বাচলের চিত্র আমূল বদলে গেছে। সেখানে গড়ে উঠছে নতুন শহর।
কুড়িল বিশ্বরোড থেকে নামলেই ৩০০ ফিটের যে রাস্তাটির কর্মযজ্ঞ চোখে পড়বে সেটি আট লেন বিশিষ্ট ১২.৫ ফুট চওড়া নতুন পূর্বাচল। পূর্বাচল এক্সপ্রেসওয়েকে কেন্দ্র করে অনেক কিছু গড়ে উঠেছে। এছাড়াও কুড়িল থেকে কাঞ্চন সেতু যাওয়ার পথে বেশ কিছু বিনোদন কেন্দ্র রয়েছে। এর মধ্যে জলসিড়ি সেন্ট্রাল পার্ক অন্যতম। রাজধানী ঢাকার অদূরে পূর্বাচলের জলসিড়ি আবাসন প্রকল্পে অবস্থিত জলসিড়ি সেন্ট্রাল পার্ক। একদিনের ট্রিপের জন্য এই মুহূর্তে অন্যতম সেরা একটা জায়গা। ঢাকার সবচেয়ে কাছে হওয়াতে পরিবার পরিজন কিংবা বন্ধুবান্ধব নিয়ে একদিনের জন্য বা এক বেলা সময় কাটানোর জন্য এটাকে টপ লিস্টে রাখা যেতে পারে।
এই পার্কটির নির্মাতা বাংলাদেশ সেনাবাহিনী। ঢাকার এত কাছে এত সুন্দর জায়গা! কেউ মিস করতে চাইবে না। বিশাল মাঠ, সাজানো ফুলের বাগান, বসার ব্যবস্থা, লেক, রেস্টুরেন্ট, বোটিং, বাচ্চাদের খেলার ব্যবস্থা, উন্মুক্ত মঞ্চ কি নেই এখানে। এখানে প্যাডেল বোট সহ অনেক ধরনের বোট আছে, চাইলে ২ জন কিংবা পরিবার বা বন্ধুবান্ধব সবাই মিলে বড় বোটে ঘুরে বেড়ানো যাবে। তবে এখানে বোটিং এর জন্য আলাদাভাবে টিকেট নিতে হবে এবং এখানে সময় নির্ধারিত করা থাকে। প্যাডেল বোটের এর টিকেট ১০০ টাকা করে।
আরো দেখুন - ভ্রমণকাল
https://www.vromonkal.com/2023..../08/jolshiri-central
#vromonkal #ভ্রমণকাল