আপনি কি  ... 
১. কয়লা দিয়ে কখনো দাঁত মেজেছেন? 
২. বল সাবান, ৫৭০ সাবান কিংবা লাইফবয় সাবান দিয়ে চুল ধুয়েছেন? 
৩. মুখে তিব্বত স্নো, ট্যালকম পাউডার মেখেছেন? 
৪. মাথার চুলে সর্ষের তেল দিয়েছেন? 
৫. কলমের খাপ দিয়ে কান চুলকেছেন? 
৬. টিউবওয়েলের তলায় বসে গোসল করেছেন (গোসল শেষে উঠতে গিয়ে মাথায় বাড়ি খেয়েছেন)? 
৭. স্পঞ্জের স্যান্ডেলের ফিতা ল্যাম্পের আলোয় গলিয়ে জোড়া দিয়েছেন? 
৮. টিনের চালে ঝুম বৃষ্টি পড়ার শব্দ শুনেছেন? 
৯. মুচির কাছে ফুটবল নিয়ে গিয়ে ব্লাডারের লিক সারিয়েছেন? 
১০. জাম্বুরা দিয়ে ফুটবল খেলেছেন?  
১১. হারিকেন দিয়ে পড়ালেখা করেছেন? 
১২. হ্যাজাক এর আলোয় বিয়ের অনুষ্ঠান দেখেছেন? 
১৩. কলা গাছ দিয়ে গেইট সাজানো দেখেছন ? 
১৪. বর্ষায় শালুক তোলা দেখেছন? 
১৫. কুতকুত, সাতচারা,লাটিম, মার্বেল, পুতুল বিয়ে, গোল্লাছুট এসব খেলা খেলেছন?  
ফিরে পাবো না তবুও খুব মিস করি সময় গুলোকে।   
যদি এসব করে থাকেন তাহলে আপনার শৈশব অনেক আনন্দের ছিল !! 
((আমার তো ৯,১০ বাদে সবগুলোর অভিজ্ঞতা আছে🙈🙈)) 
 
#sa_biplob
		
 
						 
											 
			 
			 
			 
			 
			 
			
MahFujur Rahman
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?
James Boss
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?