আপনি কি বলতে পারেন এই কংকালটি গরীব না ধনীর ছিল? তার মানে মৃত্যুর পর সব শেষ। আচ্ছা, আপনি কি জানেন আপনার মৃত্যু কখন? যেহেতু জানেন না, সেহেতু অহংকার করেন কেন? মাঝে মধ্যে মানুষের এমন আচরন দেখা যায়, মনে হয় তাদের মৃত্যু হবে না। মাঝে মধ্যে মানুষরা সৃষ্টির সেরা জীব হলেও তাদের আচরন পশুর চেয়েও অধম হয়। তাই আগে মানুষ হওয়ার চেষ্টা করো তারপর ধর্ম করো, নতুবা জীবনের ফলাফল জিরুই হবে।

お気に入り
コメント
シェア