একদিনে কম খরচে রাঙ্গামাটি ভ্রমণ, ১ দিনের ট্যুর প্লান
রাঙ্গামাটি ট্রুর প্লান
#রাঙ্গামাটি #একদিনেরট্রুপ #ঝুলন্তব্রীজ
আকাশের মেঘ ছুঁয়ে যায় পাহাড়ের বুক। চারিদিকে সবুজের সমারোহ আর পাহাড়ঘেরা এ জেলায় রয়েছে এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ কাপ্তাই লেক এটাই রাঙামাটি। রাঙামাটি জেলা প্রাকৃতিক সৌন্দর্যের এক অতুলনীয় আধার এবং বৈচিত্র্যের কারণে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।
রাঙামাটির দর্শনীয় স্থান সমুহ
রাঙামাটিতে ভ্রমণ করার জন্য রয়েছে অনেকগুলো দর্শনীয় স্থান। এর মধ্যে কাপ্তাই লেক, পর্যটন মোটেল, ডিসি বাংলো, ঝুলন্ত ব্রিজ, পেদা টিংটিং, সুবলং ঝর্ণা, রাজবাড়ি, রাজবন বিহার, পলওয়েল পার্ক, উপজাতীয় জাদুঘর, কাপ্তাই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, কাপ্তাই ন্যাশনাল পার্ক, হ্যাপি আইল্যান্ড, অরণ্যক হলিডে রিসোর্ট, আসাম বস্তি, বিলাই ছড়ি, মুপ্পাছড়া ঝর্ণা, গাছ কাটা ঝর্ণা, ধুপ পানি ঝর্ণা, কাপ্তাই কায়াক ক্লাব, প্যানোরামা ঝুম রিসোর্ট, কাপ্তাই নেভি ক্যাম্প ইত্যাদি উল্লেখযোগ্য।
রাঙামাটি শহর ও আশপাশের স্পট
রাঙামাটিতে পর্যটন ঝুলন্ত সেতু, রাজবাড়ি বন বিহার, চাকমা রাজার বাড়ি, উপজাতীয় জাদুঘর, জেলা প্রশাসকের বাংলো, সুভলং ঝর্ণা, বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ স্মৃতিসৌধ, পেদা টিং টিং, টুক টুক ইকো ভিলেজ, চাং পাং রেস্তোরাঁ সহ দেখার মতো অনেক কিছু রয়েছে। এগুলো দেখার জন্য সারাদিনের জন্য ইঞ্জিন চালিত ট্রলার অথবা স্পিড বোর্ড ভাড়া নিলে ভালো ।
পর্যটন মোটেল ও ঝুলন্ত সেতু
শহরের শেষপ্রান্তে কর্ণফুলী হ্রদের কোলঘেঁষে পর্যটন হলিডে কমপ্লেক্সের অবস্থান । মোটেল এলাকা থেকে দৃশ্যমান হ্রদের বিস্তীর্ণ কাপ্তাই লেকের জলরাশি আর দূরের নীল উঁচু-নীচু পাহাড়ের সারি বিমোহিত করবে যে কাউকেই। পর্যটন মোটেলের পাশে কাপ্তাই হ্রদের ওপর ৩৩৫ ফুট দীর্ঘ ঝুলন্ত সেতুর অবস্তান। যা এই কমপ্লেক্সের গুরুত্ব ও আকর্ষণ বহুগুণ বাড়িয়েছে। দুটি পাহাড়ের মধ্যে সংযোগ ঘটিয়ে কাপ্তাই হ্রদের উপর ঝুলে আছে সেতুটি। বর্ষার সিজনে এই ব্রিজে হাটু পানি থাকে। এটি দেখতে হলে পর্যটন করপোরেশনকে দিতে হবে জন প্রতি ২০ টাকা। রাঙামাটি শহরের তবলছড়ি হয়ে সড়ক পথে সরাসরি ‘ঝুলন্ত সেতুতে’ যাওয়া যায়। এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। যারা ঢাকা বা চট্টগ্রাম থেকে বাস সার্ভিসে আসবেন তাদের তবলছড়িতে অথবা রিজার্ভ বাজারে নেমে সিএনজি অথবা অটোরিক্সা রিজার্ভ ভাড়া করে যেতে হবে।
একদিনে কম খরচে রাঙ্গামাটি ভ্রমণ, ১ দিনের ট্যুর প্লান
https://www.vromonkal.com/2023..../09/rangamati-travel