মুখোশের আড়ালে। পর্ব - ০৩
----------------------------------------------
একসময় তারা তর্নিশার বাসায় আসতেই,
তর্নিশার আব্বু আম্মু তাদের বাসার দিকে এম্বুলেন্স আসার আওয়াজ শুনে বাহিরে বেড়িয়ে আসে।
তারা বাহিরে এসে দেখে এম্বুলেন্স থেকে কর্নিয়া, রাফিন বেরিয়ে আসছে।
আর দুইজন লোক একটা লাশ এম্বুলেন্স থেকে বের করে তাদের সামনে রাখে।
তর্নিশার আব্বু আম্মু কর্নিয়া আর রাফিনের সামনে এসে বলে, এসব কি? এটা কার লাশ? আমাদের বাসায় কেনো এনেছো?
সবাই বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সবার চোখে জল।
https://www.lovestory-bd.com/2....023/09/blog-post_47.
Мне нравится
Комментарий
Перепост