মানুষটার সাথে সাক্ষাৎ বেইলি রোডে। মরিচ কিনবো, তাকে বললাম দুই হালি মরিচ দিবেন আমাকে। বললেন, মা তুমি নিয়ে নাও।
ঝাল হাতে লেগে যাবে জন্য নিজে হাত দিতে ভয় পাচ্ছিলাম।
পরে বললেন চোখে দেখেন না উনি।
অনেক আশ্চর্যের ব্যাপার তাইনা? চোখে না দেখা সত্বেও মানুষ কে বিশ্বাস করে ব্যবসা করে যাচ্ছেন। অথচ আমরা বছরের পর বছর পার করেও অনেক কে বিশ্বাস করতে পারিনা।
চাচার জন্য অনেক দোয়া।
~Ipshita🌸

처럼
논평
공유하다