একটি জরুরী সার্জারির জন্য তাড়াহুড়ো করে এক ডাক্তারকে হাসপাতালে ডেকে পাঠানো হল। সে তড়িৎ গতিতে হাসপাতালে পৌঁছে গেলো। হাসপাতালে ঢুকেই সে নিজেকে দ্রুত প্রস্তুত করে নিল সার্জারির জন্য।
এরপর সার্জারির ব্লক এ গিয়ে সে দেখল রোগীর (একটি ছোট্ট ছেলে) বাবা ওখানে পায়চারি করছে ডাক্তারের অপেক্ষায়, ডাক্তার কে দেখা মাত্র লোকটি চেঁচিয়ে উঠল-“আপনার আসতে এত দেরি লাগে?
https://www.anuperona.com/doctor-and-patient/
إعجاب
علق
شارك