কারো উপকার করলেন, মানে সেই ব্যক্তির বিপদ ডেকে আনলেন।
উদাহরণ স্বরূপ বলা যায়,ধরেন কোনো ব্যক্তি বা বন্ধুর দিনকাল খুব ভালোই চলছে।তখন সেই ব্যক্তির কোন কাজে টাকা ধার দিলেন।তো সেই ব্যক্তির খুব বড় একটা ক্ষতি করে দিলেন।কারন তখন দেখবেন তার সংসার চলে না,ঘরে চাল নেই আরো নানা অভাবের কারণ হয়ে যাবেন আপনি।
এটা গেল একটা উদাহরণ।এরকম শত উদাহরণ রয়েছে।
কেন শুধু শুধু আরেকজনের ক্ষতি করবেন, সিদ্ধান্ত আপনার।
#srs #gsmsrshohan #gsmtech #eirki