*******     আমি মানুষ দেখেছি, আমি অমানুষ দেখেছি। 
 
* ফেরেস্তার মতো চেহারায় জানোয়ারের চোখ দেখেছি। 
* নগন্য ব্যক্তিটার মধ্যে আকাশতুল হৃদয় দেখেছি।  
* বইয়ের উপর পা রাখা মানুষটাকে শিক্ষক হতে দেখেছি।  
* একজন ধর্ষককে নারী অধিকারের ব্যানারে দাঁড়াতে  দেখেছি।  
* বাটপারকে বিপ্লব করতে দেখেছি ।  
* সবথেকে সুখী মানুষটাকে আড়ালে চিৎকার করে কাঁদতে দেখেছি।  
* যাকে একদিন না দেখলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো, তাকে শ্বাসরুদ্ধ করে ছটফট করাতে দেখেছি।  
* এতিমকে দেখিয়ে দেখিয়ে সুস্বাদু খাবার খাওয়া মানুষটাকে দান করতে দেখেছি। 
* রাতের আধারে বই হাতে জানালার ফাঁক  দিয়ে, রাস্তার লাইটের দিকে তাকিয়ে আফসোস করতে দেখেছি। 
* আমি টাকার জন্য ইজ্জত হারাতে দেখেছি, আবার এই ইজ্জত বাঁচাতে  জীবনের সবকিছু হারাতে দেখেছি। 
* আমি সব থেকে নিরাপদ মানুষটার কাছে প্রান ভিক্ষা চাইতে দেখেছি। 
* আমি মানুষ দেখেছি অমানুষ দেখেছি,একই আকাশের নীচে একই রাস্তায় পাশাপাশি গায়ে গা ঘেঁষে মানুষ অমানুষকে  হাঁটতে দেখেছি।
		
 
											 
			 
			 
			 
			 
			