গণিত বই আসলে থ্রিলার বই...🥺এখানে শ্রমিক হুট করে কাজ ছেড়ে চলে যায় , চৌবাচ্চা ফুটা হয়ে যায় , মেসে হঠাৎ করে নতুন অনেক ছাত্র আসে , এতাে গাছ থাকতে বানর তৈলাক্ত বাঁশেই কেন উঠতে চায় ! এসব রহস্য সমাধানে ব্যোমকেশ, ফেলুদা, কাকাবাবুকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা উচিত।

মাসুদ তোর গনিত বইটা কই?

© Zubaer Hossain