এক পালোয়ান মল্ল যুদ্ধে খুব পারদর্শিতা অর্জন করেছিলো। মল্ল বিদ্যায় সে তিনশত ষাটটি কৌশল আয়ত্ব করেছিলো। নিত্য নতুন কায়দায় সে কুস্তি লড়তো। কাজেই সে সময়ে কোন কুস্তিগীর তার সাথে মল্ল যুদ্ধে জয় লাভ করতে পারতো না। তার বহু শিষ্য ছিলো। তার মাঝে একজন রুপে- গুনে উস্তাদের প্রিয় পাত্র ছিলো। দূরদর্শী উস্তাদ তাকে তিনশত উনষাট টি কৌশল শেখান, একটা বিশেষ কৌশল শেখালেন না তাকে।
সেই যুবক অল্পদিনে শক্তি সামর্থ্য কলা কৌশলে এমন খ্যাতি অর্জন করতে লাগলো যে, সেই সময়ের কোন পালোয়ান তার সাথে মোকাবেলা করার সাহস পেতনা।
Continue reading... https://www.anuperona.com/wrestler-and-master/
Kao
Komentar
Udio
Raj Kumar
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?