দুটো ব্যাঙ গর্তে পড়ে গেল। গর্তের ভিতর আরও অনেক ব্যাঙ ছিল যারা কোনভাবে গর্তে পড়ে গেছে। এবার নতুন ব্যাঙ দুটি খুব লাফাতে শুরু করলাে ওই গর্ত থেকে বেরােনাের জন্য। তখন ওই পুরনাে ব্যাঙ গুলি চিৎকার করে বলতে লাগলাে এই গর্ত থেকে বেরােনাে অসম্ভব।
তবুও দুটি ব্যাঙ কারাে কথা শুনল না চেষ্টা চালিয়ে গেল। আর এদিকে পুরনাে ব্যাঙ গুলিও সমান ভাবে চিৎকার করে বলতে লাগলাে গর্ত থেকে বেরােনাে অসম্ভব। পুরনাে ব্যাঙ গুলির কথা শুনে দুটি ব্যাঙ এর মধ্যে একটি ব্যাঙ লাফানাে বন্ধ করে দিল। কিন্তু আর একটি ব্যাঙ আরাে জোরে জোরে লাফাতে শুরু করলাে।
Continue reading... https://www.anuperona.com/two-frogs-and-well/
Like
Comment
Share