এক লোক খুব চিন্তিত কারণ তার স্ত্রী ইদানিং কানে কম শুনছে। সে মনে করলো তার স্ত্রীর হয়ত শ্রবণের যন্ত্র দরকার কিন্তু এটা সে তার স্ত্রীকে কিভাবে বলবে ভেবে পাচ্ছিল না। সে একজন ডাক্তারের সাথে পরামর্শ করতে গেল।
ডাক্তার তাকে বলল কত দূরত্বে শুনতে পাচ্ছে কত দূরত্বে পাচ্ছে না এর জন্য একটা পরীক্ষা করতে হবে।
ডাক্তার লোকটাকে একটা পদ্ধতি শিখিয়ে দিলেন।
পরের দিন লোকটা তার স্ত্রীর শ্রবণশক্তি পরীক্ষার জন্য ৪০ হাত দূর থেকে তার স্ত্রীকে ডেকে বলল-
কীগো রাতের খাবারে আজ কী তরকারি?
তার স্ত্রী রান্নাঘরে রান্নায় ব্যস্ত ছিল কোনো উত্তর এলো না। লোকটা আরও ১০ হাত এগিয়ে গিয়ে বলল-
কীগো রাতের খাবারের জন্য আজ কী রাঁধছো?
Continue reading ... https://www.anuperona.com/husband-wife-relation
Pappu Roy
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?