মোবাইল দিয়ে কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়? আপনি কি অনলাইন পার্ট-টাইম বা ফুল-টাইম টাকা ইনকাম করতে চান ? যদি হে, তাহলে আপনার ওই Android mobile আপনাকে মাসে মিনিমাম ১০ হাজার থেকে ৩০ হাজার আয় করে দিতে পারবে। হে, এটা একদম সত্তি। আজ টেকনোলজি এতো ফাস্ট এবং অ্যাডভান্সড হতে চলেছে যে, এন্ড্রোইড মোবাইল দিয়ে টাকা আয় করা এখন একটা ট্রেডিশন বা ফ্যাশন হয়ে উঠেছে।

মোবাইলে অনলাইন ইনকাম করার এমনেতে অনেক উপায় আছে। কিন্তু আমি এই পোস্টে আপনাকে কেবল ওই ৪ তা সহজ উপায় বলবো যেগুলি আপনাকে সত্যি মোবাইল দিয়ে ইনকাম করার সুযোগ দেবে। আর্টিকেল শুরু করার আগে আমি আপনাকে একটা কথা ভালো করে বলেদিতে চাই। Android মোবাইল দিয়ে টাকা আয় করার যেগুলি অনলাইন উপায় আমি বলবো সেগুলি আজ অনেকেই ব্যবহার করে অনলাইন আনলিমিটেড ইনকাম করছেন। আর সেটা আপনিও করতে পারবেন।

কিন্তু, একটা কথা অবশই মনে রাখুন যে, কোনো কষ্ট আর কাম না করে জীবনে কিছুই পাওয়া যায়না। আর, তার জন্যই আপনাকেও অনলাইন মোবাইল থেকে টাকা কমানোর জন্য অল্প পরিশ্রম করতেই হবে।আমি, নিচে মোবাইল দিয়ে ইনকামের যা ৪ তা উপায় বলবো সেগুলি সব trusted এবং অনেকেই ব্যবহার করে income করছেন।

তাই, আমি তো আপনাদের নিচে উপায় গুলো দিয়ে দিব, কিন্তু উপায়গুলি ব্যবহার করে আপনি কতটা টাকা আয় করবেন সেটা আপনার কাজ আর পরিশ্রমের ওপরে।

বাকি, এতটুকু জেনে রাখুন, নিচে দেবা মোবাইল থেকে টাকা আয় করার উপায় গুলি দিয়ে লোকেরা হাজার কেন লক্ষ লক্ষ টাকা প্রত্যেক মাসে আয় করছেন।

চলেন, আর সময় নষ্ট না করে আমরা মোবাইল থেকে আয় করার ৪ তা সহজ পদ্ধতি জেনে নেই। এন্ড্রোইড মোবাইল দিয়ে টাকা আয় করার ৫ টি সহজ উপায় (Online Earning) যা আমি ওপরে আপনাদের বললাম, যদি আপনার কাছে একটি এন্ড্রোইড স্মার্টফোনে আছে তাহলে অবশই আপনি অনলাইন পার্ট-টাইম এবং ফুল-টাইম টাকা ইনকাম করতে পারবেন।

আর, তারজন্য জরুরি ৫ তা উপায় আমি আপনাদের নিচে অতি সহজে বুঝিয়ে দিয়েছি।
১. ব্লগ্গিং এবং ওয়েবসাইটের দ্বারা ইনকাম
আপনি কি জানেন, মোবাইল থেকে একটি ব্লগ বা ওয়েবসাইট বানিয়ে আপনি অনলাইন আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন ? যদি না, তাহলে ভালোকরে জেনে রাখুন। আপনি অবশই Google এর blogger.com ওয়েবসাইটে গিয়ে একটি ফ্রি ব্লগ এবং ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। আর তারপর, যখন আপনার ব্লগ বা ওয়েবসাইট ভিসিটর্স বা ট্রাফিক আসা আরম্ভ হবে তখন আপ্নে নিজের ব্লগ বা ওয়েবসাইট থেকে টাকা আয় করা শুরু করতে পারবেন।আপনার হয়তো এই ভাব হচ্ছে যে, মোবাইল থেকে ব্লগ বানিয়ে income করা অনেক কঠিন বা ঝামেলার কথা।
কিন্তু, তা একদম নই।

মোবাইল থেকে আপনার ব্লগ বানাতে মাত্র ১০ মিনিট লাগবে। আর, তার পর আপনি নিজের ব্লগে ভালো ভালো আর্টিকেল লিখে ব্লগে ভিসিটর্স বা ট্রাফিক আনতে পারবেন। ব্লগে ভিসিটর্স আশা আরম্ভ হলে, আপনি Google Adsense এ নিজের ব্লগটি register করে টাকা আয় করা স্টার্ট করতে পারেন।

Google adsense গুগলের একটা service যে আমাদের নিজের ব্লগ বা ওয়েবসাইটে text , link , video এবং image advertisements দেখিয়ে তার বিনিময়ে online income এর সুযোগ দেয়।

আজ, “ব্লগ এবং গুগল এডসেন্স” এই দুটো সার্ভিস ব্যবহার করে লোকেরা online এতো টাকা আয় করছেন যে আপনি ভাবতেও পারবেন না। আর, আপনিও যদি ব্লগ এবং এডসেন্স এর দ্বারা income চান তাহলে কোনো কম্পিউটার বা ল্যাপটপের দরকার আপনার নেই।

আপনি নিজের স্মার্টফোনেই একটি ব্লগ বানিয়ে তাতে আর্টিকেল লিখে Google adsense এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।

Read More https://toolsstation.blogspot.....com/2021/09/blog-pos

মোবাইল দিয়ে কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম  করা যায়?
Favicon 
toolsstation.blogspot.com

মোবাইল দিয়ে কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়?

মোবাইল দিয়ে কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়? আপনি কি অনলাইন পার্ট-টাইম বা ফুল-টাইম টাকা ইনকাম করতে চান ? যদি হে, তাহলে আপনার ওই Androi...