কিছু মানুষকে ক্ষমা করে দিতে হয়,
যদিও সে ক্ষমার যোগ্য নয়।

কিছু সপ্ন হবেনা পূরণ,
জেনেও কেন হয় ,হৃদয়ে রক্তক্ষরণ।

কিছু সম্পর্কের ছিঁড়ে যায় সুতো
তবুও জীবন কাটাতে হয়
কেবল মায়াটাকে করে ছুতো।

কিছু মন খারাপের হয়না কারণ
তবু্ও কাউকে বলা বারণ!