তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল
নাকি তোমার মন,
আমি জীবন বেঁধেছি,মরণ বেঁধেছি
ভালোবেসে সারাক্ষণ
ভালোবেসে সারাক্ষণ।।।
তুমি কেন এতো ভয় ভয় করো
আসোনা আমার কাছে,
তুমি তো জানোনা কত কথা এই
অন্তরে জমা আছে,
সাত-পাচঁ ভেবে ফিরে যাই আমি
আসিনা তোমার কাছে,
নিন্দুকেরই কলঙ্ক হারঁ
পাও যদি তুমি পাছে....
আমি তোমার জন্য সয়ে যাবো শত
নিন্দারই দংশন
নিন্দারই দংশন......
Мне нравится
Комментарий
Перепост