অনেক দিন আগের কথা। পারস্য দেশে এক মজার ঘটনা ঘটেছিল। হামিদ আল নাহিদ নামে এক খাঁটি মুসলমান সে দেশে বাস করতেন। তিনি হঠাৎ করে এক মহা ভাবনাই পড়লেন। শুক্রবার জুমার নামাজের সময় হয়েছে। নামাজ আদায় করতে হবে।
অথচ তার নিজের গাধাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আটা গুলো মিল ঘরেই রয়ে গেছে, এছাড়াও ফসলের ক্ষেতে পানি সেচ দিতে হবে। নামাজ আদায় করতে গেলে গাধাটা তালাশ করা হয় না। তাছাড়া আজকে হাটবার, চোর ডাকাতেরও ভয় আছে। বলা যায় না, গাধাটা চুরি হয়ে যেতে পারে। এদিকে ১টার সময় মিল বন্ধ হয়ে যাবে। পরেরদিন আবার ১০টার আগে মিল খুলবে না।
আটা না আনলে ছেলে মেয়ে না খেয়ে থাকবে। আবার ধানের ক্ষেতে পানি সেচ না দিলে ফসল নষ্ট হয়ে যাবে। সারা বছর খাবে কি? তিনটি কাজ খুবই জরুরি।
Read more
https://www.anuperona.com/faith-rewards/
喜欢
评论
分享