মোল্লা নাসিরউদ্দিন হোজ্জা ছিলেন একজন বেঁটে প্রকৃতির মানুষ। মাথায় পাগড়ি আর গায়ে জোব্বা পরে একটা গাধার ওপর চড়ে তিনি ঘুরে বেড়াতেন। হোজ্জাকে নিয়ে এক হাজারেরও বেশি গল্প চালু আছে। কোনো গল্পে তাকে খুব বুদ্ধিমান একজন মানুষ মনে হয়। আবার কোনো গল্পে তার আচরণ একেবারেই বোকার মতো হয়। তবে তিনি সারাবিশ্বে পরিচিতি পেয়েছেন তার রসবোধের কারণে। তার কথাবার্তা আমাদের যেমন হাসায়, তেমনি ভাবায়ও বটে।

আজকে ‘অনুপ্রেরণার গল্প‘ এই লেখায় মোল্লা নাসিরউদ্দিন হোজ্জার মজার গল্প সমগ্র নিয়ে সাজানো হয়েছে।

Read more https://www.anuperona.com/moll....a-nasiruddin-best-st

'মোল্লা নাসিরুদ্দিন হোজ্জা' মজার গল্প সমগ্র | Anuprerona
Favicon 
www.anuperona.com

'মোল্লা নাসিরুদ্দিন হোজ্জা' মজার গল্প সমগ্র | Anuprerona

মোল্লা নাসিরউদ্দিন হোজ্জা ছিলেন একজন বেঁটে প্রকৃতির মানুষ। মাথায় পাগড়ি আর গায়ে জোব্বা পরে একটা গাধার ওপর চড়ে তিনি ঘুরে বেড়াতেন।
This page has been loaded 8740 times.