একটা অনুরোধ:দয়া করে কেউ অসামাজিক পোস্ট করবেন না।
লিংকি কে দূষিত করবেন না।
এমন কিছু পোষ্ট করবেন না যা আপনার পরিবারের কারো সাথে শেয়ার করা করা যায় না।
উগ্র মানসিকতা পরিবর্তন করুন।
যা আপনার সংস্কৃতি র সাথে যায় কিংবা সমাজ স্বীকৃত সেটা মাথায় রেখে পোস্ট করুন।
আমরা মানুষ সৃষ্টির সেরা জীব
সুতরাং আমাদের সেরাটাই যেন পরবর্তী প্রজন্মের কাছে যায়।
নিজের দেশের ঐতিহ্য কিংবা সংস্কৃতি অন্য দেশে ঐতিহ্য সংস্কৃতি র সাথে মিল থাকবে না।
তাই সবকিছু একসাথে গুলিয়ে না ফেলায় ভালো।
পরিশেষে বলব একজন বিবেকবান মানুষ হোন।
নিজের আচরণে মানসিকতা র জানান দিবেন না।
অন্যের প্রতি সদয় হোন
Kao
Komentar
Udio
James Boss
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?