রাজধানীর বাড্ডা লিংক রোডে ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দেওয়া রাইড শেয়ার চালক শওকত আলীকে ছেড়ে দিয়েছে বাড্ডা থানা পুলিশ। ছাড়া পাওয়ার পর সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকালে তিনি সাংবাদিকদের জানান, মামলা দেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে তিনি মোটরসাইকেলটি পুড়িয়ে দিয়েছেন।
শওকত আলী বলেন, ‘ক্ষতি আমারটা আমি করছি। আমারটা আমি জ্বালাইছি। তাদের (পুলিশের) দায়িত্ব ছিল গাড়ি এখানে নিয়ে আসা, তারা নিয়ে এসেছে। আমি এখন বাড়ি যাচ্ছি।’https://www.banglatribune.com/....704036/%E2%80%98%E0%
Giống
Bình luận
Đăng lại