মিশরের পিরামিড রহস্য ও ইতিহাস প্রায় ৪,৫০০ বছরেরও বেশি প্রাচীন। মিশরের পিরামিড কিভাবে তৈরি হয়েছে ? ইজিপ্টের ইতিহাস ঘেঁটে দেখলে যে সমস্ত তথ্য সামনে আসে। তা থেকে এটাই বলা যায়, মিশরের রহস্যময় পিরামিড হল অজস্র রহস্যয় ভরা। তাই গুনীজনেরা মিশরের পিরামিড রহস্য এবং মিশরের পিরামিডের নির্মাণ কার্য ও কৌশল, বিশ্লেষণ করে পৃথিবীর সপ্তম আশ্চর্যের বস্তুর তালিকার মধ্যে,অন্যতম বলে মনে করেন। পৃথিবীর আরো ভিন্ন দেশে নানা জায়গায় পিরামিড ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
কিন্তু মিশরের গিজা শহরের পাশে নীল নদীর তটদেশে অবস্থিত, গিজার পিরামিড,পৃথিবীর অন্যান্য পিরামিডের থেকে রহস্য রোমাঞ্চের নিরিখে, মিশরের পিরামিড রহস্যর চাদরে মোড়া বলে মনে করা হয়।
Read more https://www.anuperona.com/egypt-pyramid-mystery/
Dhrubo Mitra
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?