আপনাদের অকৃত্রিম ভালোবাসা ধরে রাখার যোগ্যতা যেন অর্জন করতে
পারি:
জন্মটা একটা অনুকুল পরিস্থিতিতে ছিল। বোধহয় হয় জীবনে এটি আমার টার্নিং পয়েন্ট। কারণ, আমার জন্ম হয়েছিল ১৯৮১ সালে, এ দিনে। তাই অনেক ঘটনার স্বাক্ষী হতে পেরেছি।
তখন আমাদের মুক্তিকামী সেনাদের বলা হতো সন্ত্রাসী। আমাদের বলা হতো সন্ত্রাসী আশ্রয় দাতা ও আমাদের এই দেশ থেকে উচ্ছেদ করার জন্য একবার নয়, ১৪ বার আমাদের বাড়ী জ্বালিয়ে দিয়েছিল তখনকার বাংলাদেশ সেনাবাহিনীরা। সেই অশুভ কালো ধোঁয়া এখনই আমাকে তাড়া করে বেড়ায়। আমরা বারবার উদ্বাস্তু হই। নিজ’ জাগা, বাগান বাড়ি ত্যাগ করে গভীর জঙ্গল থেকে আরো গভীরে আশ্রয় নিই, যেখানে একমুহুর্ত নিরাপদ মনে করা হয়। প্রতিকূলতার সঙ্গে লড়াই করে এখনই বেঁচে আছি।
এই নগণ্য জীবনে কি বা করেছি! যা আমার জন্ম দিনে শুভেচ্ছা জানানো মতো এখনই যোগ্যতা অর্জন করেছি। এখনই মাত্র যাত্রা করার জন্য প্রস্তুত হচ্ছি। আমাদের যাত্রা সুদীর্ঘ। এই যাত্রা একা আমার নয়, আমরা একঝাঁক শ্বেত পায়রা সমেবেত হয়েছি জাতির শিখর সন্ধানে। যেখানে জাতিকে এনে দিবে তৃপ্তি , সন্তুষ্টি এবং লাভ করবে পরিপূর্ণতা।
যা হোক, আপনারা যারা আমাদের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন আমাদের অকৃত্রিম শুভেচ্ছা ও প্রাণ ঢালা শ্রদ্ধা জানিয়ে এইটুকু বলতে চাই আপনাদের ভালোবাসা ধরে রাখার যোগ্যতা যেন অর্জন করতে পারি। সবাইকে ঝু ঝু। কম দেখুন