গ্রিক পুরাকথার অন্যতম গুরুত্বপূর্ন অংশ – ট্রয় যুদ্ধ ও ট্রয় শহর ধ্বংস হওয়ার কাহিনী।সেই যুদ্ধ সম্পর্কে আমরা অনেকেই কম বেশি জানি কিন্তু এর পেছনের লোমহর্ষক কাহিনীটি অনেকেরই অজানা। তাই পাঠকদের জন্য আজ বিশেষ আয়োজন- ট্রয়ের যুদ্ধ।
একটি কিংবদন্তির শহর যাকে কেন্দ্র করে বিখ্যাত ট্রয়ের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই শহর এবং সংশ্লিষ্ট যুদ্ধের বর্ণনা প্রাচীন গ্রিসের অনেক মহাকাব্যেই দেখা যায়। বর্তমানে ট্রয় একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের নাম।
Read more https://www.anuperona.com/helen-of-troy/
Me gusta
Comentario
Compartir