ভুলে গেছেন ২০১৯ এর কথা?
২০১৯ আইপিএলেও সাকিবকে বসিয়ে রাখা হয়েছিলো। সাকিব তার জবাব দিয়েছে ২০১৯ বিশ্বকাপে ব্যাট ও বল হাতে। এবছরও সামনে T20 বিশ্বকাপ। হয়তো সাকিব বারুদ জমাচ্ছে, T20 বিশ্বকাপেই বারুদে আগুন জ্বালাবে সাকিব।
২ ম্যাচ আর ৩ ম্যাচ দিয়ে সাকিবকে বিচার করা বোকামী। সাকিব আইপিএলে সেরা না, সাকিব বিশ্বসেরা!। এমনিতেই সাকিব বিশ্বসেরা হয়নাই, পারফরম্যান্স করেই সে বিশ্বসেরা হয়েছে। ইনশাআল্লাহ শীঘ্রই সাকিব তার অবহেলার উচিত জবাব দিবে।

Synes godt om
Kommentar
Del