ভুলে গেছেন ২০১৯ এর কথা?
২০১৯ আইপিএলেও সাকিবকে বসিয়ে রাখা হয়েছিলো। সাকিব তার জবাব দিয়েছে ২০১৯ বিশ্বকাপে ব্যাট ও বল হাতে। এবছরও সামনে T20 বিশ্বকাপ। হয়তো সাকিব বারুদ জমাচ্ছে, T20 বিশ্বকাপেই বারুদে আগুন জ্বালাবে সাকিব।
২ ম্যাচ আর ৩ ম্যাচ দিয়ে সাকিবকে বিচার করা বোকামী। সাকিব আইপিএলে সেরা না, সাকিব বিশ্বসেরা!। এমনিতেই সাকিব বিশ্বসেরা হয়নাই, পারফরম্যান্স করেই সে বিশ্বসেরা হয়েছে। ইনশাআল্লাহ শীঘ্রই সাকিব তার অবহেলার উচিত জবাব দিবে।

image