রাজ দরবারে একদিন এক জেলে একটি বড়সড় মাছ নিয়ে গেলো। রাজামশাই মাছটি দেখে খুব খুশি হলেন কারণ মাছ তাঁর খুব প্রিয় খাবার ছিলো। এজন্য রাজামশাই খুশি হয়ে জেলেকে ৫০ টাকা দিয়ে দিলেন।
সেই আমলে ১০ টাকা মানে অনেক কিছু,তাহলে ৫০ টাকা মানে অনেক টাকা!
এদিকে পাশেই বসে থাকা রাণী ফিসফিস করে রাজাকে বললেনঃ -এই মাছটার দাম তুমি ৫০ টাকা দিয়ে দিলে।
বড়জোর খুশি হয়ে তাকে ১৫ থেকে ২০ টাকা দিতে পারতে।
মাছ ফেরত নিয়ে টাকা ফেরত দিতে বলো।
Read more https://www.anuperona.com/king-and-fisherman/
Me gusta
Comentario
Compartir