নিজে এতগুলো টায়ার বহন করেও তার বিপদের সময় একটি টায়ারও কাজে আসতেছে না তার।
ঠিক তেমনি জীবনে চলার পথে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব অনেক থাকবে কিন্তু খারাপ সময়ে খুব কম মানুষকেই কাছে পাবেন।
আপনার অবদান কী ছিল তা কেউ মনে রাখবে না, বরং আপনি তাদের থেকে কী নিয়েছেন, সেটা বিভিন্ন ভাবে ফেরত নেয়ার চেষ্টা করবে মানুষ।
তেমনি পৃথিবীতে মানুষ চিনতে পারা অনেক কঠিন।
জীবন নাটকের চেয়ে নাটকীয়।

Kao
Komentar
Udio
Sumon Kumar Sarkar
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?