"ইচ্ছে করে লুকিয়ে রাখি
তোমায় বুকের পাঁজরাতে
অদেখা এক জোছনা দেখি
তুমুল যুগল মাঝরাতে
এখনো তো কত রাত্রি
জাগার আছে বাকি
তোমার কাছাকাছি -
আর একটু খানি থাকি "
お気に入り
コメント
シェア
"ইচ্ছে করে লুকিয়ে রাখি
তোমায় বুকের পাঁজরাতে
অদেখা এক জোছনা দেখি
তুমুল যুগল মাঝরাতে
এখনো তো কত রাত্রি
জাগার আছে বাকি
তোমার কাছাকাছি -
আর একটু খানি থাকি "