এরপরও সব জেনেশুনে কেমন করে তোর বাবা রিনি কে
তোর বৌ হিসেবে এ বাড়িতে নিয়ে আসতে পারে তা তুই ই বল নীল ।
আজ রিনির পিতৃ পরিচয় কী ?
আকাশের অবৈধ মেয়ে ছাড়া তো আর কিছুই পরিচয় ওঁর নেই।
কারণ আকাশ রায়মাকে বিয়েই করেনি ।
রক্ষিতা হিসেবেই আকাশের জীবনে রায়মা থেকে গিয়েছে।
রক্ষিতা তো কখনো স্ত্রীর সম্মান পায় না। সেই সঙ্গে তাঁর সন্তানও কখনো বৈধ সন্তান হয়না।
তাহলে সেই অবৈধ মেয়েকে এ বাড়িতে তোর বৌ করে আনবে কেমন করে তোর বাবা আর আমিও বা মেনে নেব কেন ?
” সবটুকু মন দিয়ে শুনে নীল কিছু সময় চুপ করে থেকে বলে উঠেছিল
( এতোক্ষ ফ্ল্যাশব্যাক ছিলো৷৷ এখন বাস্তবতায় ফিরি)
–” আচ্ছা মা এতে রিনির দোষ কোথায়? তাঁর মায়ের চরিত্রগত দোষের ভাগী সে হতে যাবে কেন ?
https://www.lovestory-bd.com/10062/
پسند
تبصرہ
بانٹیں