প্রতিটি দিনই আমি নিজেকে নতুন কিছু দেই - তবে সেটা এখন একটু ব্যতিক্রম! সেই প্রাইমারি জীবন থেকে শিক্ষা শুরু করে এখন অবদি চলছে, এ পথ যেন মস্রিন নয় তবুও কাটা বিছানো পথে চলছি মানুষ হওয়ার লক্ষে।
আজ ডিজিটাল মার্কেটিং ক্লাস থেকে জানতে পারলাম অনলাইন আয় করার পদ্ধতি, কি করে সোশ্যাল মিডিয়ায় কাজ করা যায়, ফেসবুক মার্কেটিং ইউটিউব ভিডিও তৈরি, ই-মেইল মার্কেটিং, ই-কমার্স বিজনেস করা যায় খুব সহযে, তা শুনেছি কিন্তু আজ জানতে পারলাম কিভাবে সহযে অনলাইন থেকে আয় করা যায়।
ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব সারা পৃথিবীতে রয়েছে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে নিজেকে অনেক দক্ষ করে তুলতে হবে। কাজ করলে কাজ হয়, কাজ করতে জানতে হয়, জানলে কাজ সহজ হয়

पसंद करना
टिप्पणी
शेयर करना
Dhurubo Ranjan Roy
टिप्पणी हटाएं
क्या आप वाकई इस टिप्पणी को हटाना चाहते हैं?